২০১১ ২১শে ফেব্রুয়ারিই সারা বিশ্বে প্রযুক্তির ভাষায় বাংলাকে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে জন্য নেয় আমাদের সকলের প্রিয় টিউনার পেজ ।বাংলাদেশের প্রতিটি মানুষকে টেকনোলজি বিষয়ে আরো জানতে, তাদের জানার পিপাসা আরো বাড়িয়ে তুলতে শুরু হয় টিউনার পেজের যাত্রা ।
২০১৫ এর ২১শে ফেব্রুয়ারি টিউনার পেজের জন্মদিন উপলক্ষ্যে টিউনার পেজ প্রত্যেক বছর আয়োজন করে বিশাল পিকনিকের !! আর এই জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এই বছরও tunerpage.com এবং আমাদের বন্ধু shopnil.comআয়োজন করেছে বিশাল বনভোজনের । এই বছর পিকনিকের জন্য নির্ধারণ করা হয়েছে
বালিয়াটি জমিদার বাড়ি| মানিকগঞ্জ
তো আমাদের বালিয়াটি জমিদার বাড়ি আপনাদের কেমন লাগল ! নিশ্চয় ভালো তাহলে চলে আসুন আমাদের সাথে টিউনার পেজের পিকনিকে ।.
দিনঃ একুশে ফেব্রুয়ারি ২০১৫
সময়ঃ সকাল ৯ টা
স্থানঃ সায়দাবাদ বাস টার্মিনাল
মিটআপের শুভেচ্ছা মূল্যঃ ৩৫০ টাকা মাত্র
শুভেচ্ছা মূল্য পাঠানোর জন্য