বহুজাতিক ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা এসার বাজারে আনছে সর্বাধুনিক ল্যাপটপ৷ চলতি বছরের জানুয়ারিতেই তারা বাজারে ল্যাপটপের নয়া একটি মডেল বাজারে এনেছিল৷ তারপর তারা আবার এই নয়া মডেলটি বাজারে আনছে৷
তাদের নয়া এই মডেলটির নাম এসার সি৯১০-৫৪এম-১৷ ১৫.৬ ইঞ্চি স্ক্রিনের এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোর-প্রসেসর৷ পাশাপাশি এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ব়্যাম৷ এছাড়া নয়া এই ল্যাপটপের ব্যাটারিও বেশ শক্তিশালী৷
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ চার্জ থাকাকালীন অবস্থা থেকে টানা ৮ ঘণ্টা কাজ করতে পারবেন ব্যবহারকারী৷ একাধিক রংয়ে নয়া এই ল্যাপটপটি পাওয়া যাবে৷
তবে আপাতত ইউরোপের বাজারে এসাসের এই ল্যাপটপটি পাওয়া গেলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি ভারতসহ বিভিন্ন দেশের বাজারেও এই ল্যাপটপটি পাওয়া যাবে৷ ভারতের বাজারে নয়া এই ল্যাপটপটির দাম পড়বে ৩১ হাজার টাকার আশপাশে৷
2069 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা