জাতীয় গ্রিডে একশ মেগাওয়াট বিদ্যুৎ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন দুইটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে প্রায় একশ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বেড়েছে।নতুন দুইটি ইউনিট থেকে শনিবার সকাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।ইউনিট দুটির প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার জানান, ২০১৪ সালের শুরুতে প্রায় তিন হাজার ছয় শ’ কোটি টাকা ব্যয়ে দুই শ’ ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও দুই শ’ ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়।এ দুটি ইউনিটের নির্মাণ কাজ শুরু করেন আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের নিয়োজিত কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই ও ইউনাইটেড গ্রুপ লিমিটেড। তারা নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে বলেও জানান তিনি।
Print
2270 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About admin

Close