যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন অঞ্চল। এর অন্য একটি প্রচলিত বানান যশোহর। ব্রিটিশ আমলে খুলনা ছিল যশোর জেলার অধিভুক্ত একটি মহুকুমা।
পরিচ্ছেদসমূহ
ভৌগোলিক সীমানা[সম্পাদনা]
উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণ পূর্বে সাতক্ষীরা, দক্ষিণে খুলনা, পশ্চিমে ভারত। পূর্বে নড়াইল জেলা ।
প্রশাসনিক এলাকাসমূহ[সম্পাদনা]
এ জেলায় ৮টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় একটি পুলিশ থানা রয়েছে।
- যশোর সদর উপজেলা
- অভয়নগর উপজেলা
- কেশবপুর উপজেলা
- চৌগাছা উপজেলা
- ঝিকরগাছা উপজেলা
- বাঘারপাড়া উপজেলা
- মনিরামপুর উপজেলা
- শার্শা উপজেলা
ইতিহাস[সম্পাদনা]
যশোর একটি অতি প্রাচীন জনপদ। প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে মিশরীয়রা ভৈরব নদের তীরে এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। আনুমানিক ১৪৫০ খ্রীস্টাব্দের দিকে পীর খান জাহান আলী সহ বারজন আউলিয়া যশোরের মুড়লীতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এ স্থানে মুড়লী কসবা নামে একটি নতুন শহর গড়ে উঠে। ১৫৫৫ খ্রীস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। যশোর-খুলনা-বনগাঁ এবংকুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তভুর্ক্ত ছিলো। ১৭৪৭ খ্রীস্টাব্দের দিকে যশোর নাটোরের রাণী ভবানীর রাজ্যের অন্তভুর্ক্ত হয়। ১৭৮১ খৃষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং এটিই হচ্ছে বাংলাদেশের প্রথম জেলা। ১৮৬৪ সালে ঘোষিত হয় যশোর পৌরসভা। ১৮৩৮ খৃষ্টাব্দে যশোর জিলা স্কুল, ১৮৫৪ খৃষ্টাব্দে যশোর পাবলিক লাইব্রেরি, বিংশ শতাব্দীর তৃতীয় ও চতুর্থ দশকে যশোর বিমান বন্দর এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার সাথে যশোরের রেল-যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন হওয়া জেলাটি যশোর। [১]
অর্থনীতি[সম্পাদনা]
বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে যশোর এমন একটি জেলা যেটি শুধু অর্থনীতিই নয় বরং ২টি জেলার মধ্যে একটি যে সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ।
বেনাপোল স্থল বন্দর[সম্পাদনা]
যশোরের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক বেনাপোল স্থল বন্দর যা শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বেনাপোলে অবস্থিত। ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এর মাধ্যমে সংঘটিত হয়। ওপারে আছে পেট্রাপোল। সরকারি আমদানী শুল্ক আহরণে বেনাপোল স্থল বন্দরটির ভূমিকা তাৎপর্যপূর্ণ। এখানকার মানুষের জীবিকার অন্যতম সূত্র বেনাপোল স্থল বন্দরের কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টের কাজ।
চিত্তাকর্ষক স্থান[সম্পাদনা]
- সাগরদাড়ী, কবি মধুসুদনের বাড়ি[২]
- কেশবপুরের হনুমান গ্রাম
- পাঁচ পুকুর বাগআঁচড়া
- বিনোদিয়া পার্ক
- যশোর বোট ক্লাব
- জেস গার্ডেন পার্ক
- রাজগঞ্জ বাওড়
- ভবদহ বিল
- গাজীর দর গাহ
- যশোর বিমানবন্দর ও যশোর সেনানিবাস
বিখ্যাত ব্যক্তিবর্গ[সম্পাদনা]
-
-
- মধ্যযুগীয় কবি
-
- সনাতন গোস্বামী / Sanatan Goswami (1480-1558) [৩]
- রূপ গোস্বামী / Roop Goswami (1489-1558) [৪]
- শ্রীজীব গোস্বামী / Srijib Goswami (1513 -) [৫]
- সুরেন্দ্রনাথ মজুমদার / Surendranath Majumdar (1838-1878) [৬]
-
-
- মহাকবি / Greatpoet
-
- কবি মাইকেল মধুসূদন দত্ত [৭]
-
-
- কবি/সাহিত্যিক
-
- কবি ফররুখ আহমদ
- কবি গোলাম মোসতফা
- মুনির চৌধুরি
- কবি আবুল হোসেন
- খান বাহাদুর মওলানা আহমদ আলী
- শিল্পপতি আকিজ উদ্দিন
- ভারতীয় শিল্পী শান
- মুন্সি মেহেরুল্লা
- রাজা প্রতাপাদিত্য
- কবি আজিজুল হক
- ড. শমসের আলী
- ড. মনিরুজ্জামান
- এস এম সুলতান
- ড. লুৎফর রহমান
- বাঘা যতীন
- ইলা মিত্র
- কমরেড অমন সেন
- কমরেড আব্দুুল হক
- খন্দকার বদরুল ইসলাম