সাভারের ভার্কুতার বটতলা হিন্দুপাড়া গ্রামে ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ভোরে ভার্কুতার বটতলা হিন্দুপাড়া গ্রামে স্থানীয় ব্যবসায়ী সুনীলের বাড়িতে ১০ থেকে ১২ সদস্যের এক দল ডাকাত অস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করতে থাকে। এসময় বাড়ির অন্য লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে ডাকাত দল সুনীল নামের এক জনকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরে গনপিটুনিদেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই দুই ডাকাত নিহত হয়। আর অন্য ডাকাতরা পালিয়ে যায়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে ডাকাতদের হামলায় আহত ব্যবসায়ী সুনীলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান,এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।