দানবীর,প্রয়াত এস এম আহাদ সাহেবের স্মরণে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত 

যশোর এক্সপ্রেস  : বিশিষ্ট সমাজসেবক, দানবীর দেশের প্রখ্যাত শিল্পপতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান, জন কল্যাণকর প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা যশোরের কৃতি সন্তান মরহুম জনাব এসএমএ আহাদ সম্মরনে ঢাকাস্থ আহাদ অটিটোরিয়াম নীলক্ষেত, ঢাকায় গত কাল আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি প্রখ্যত হৃদ রোগ বিশেষজ্ঞ প্রফেসর এম এ রশিদের সভাপতিত্বে সভায় মরহুমের আজীবন কর্মের উপর আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ এম. শমশের আলী সাবেক Vice-Chancellor of Bangladesh Open University., দেশের প্রখ্যত রাজনৈকতক ব্যাক্তিত্ব সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর জেলা প্রধান, ছাত্রলীগের যশোর জেলা সংশদের সাবেক সাধারণ সম্পাদক জনাব এড. খান টিপু সুলতান(Ad khan tipu sultan)

jesoreexpress1

যশোর জেলা সমিতি, ঢাকার সহসভাপতি প্রখ্যত চর্ম রোগ বিশেষজ্ঞ জনাব সৈয়দ আফজালুল করিম(Sayed Afzalul Karim),সমিতির মহাসচিব জনাব মোহাম্মাদ লুতফর রহমানLutfor Rahman) , ঢাকা বিশ্ববিদ্যালযের রেজিস্টার জনাব এনামুজ্জামান,সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব আর এম # Parvez Darain , ,সহ সাঙগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য জনাব Latiful Azam সহ অন্যনোরা মরহুমের জীবনের উপর স্মৃতি চারণ করেন। বক্তরা মরহুমের সাথে তাঁদের পুরানো দিনের স্মৃতি সকলের কাছে তুলে ধরেন। #খানটিপুসুলতান তাঁর বক্তব্য 1969 সালে যখন তিনি ছাত্র নেতা ছিলেন সে সময়ে মরহুম এসএমএ আহাদ সাহেবের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন আহাদ চাচা আমার ছাত্র আন্দোলন কে চাঙ্গা রাখার জন্যে নিয়মিত অর্থ সাহায্য পাঠাতেন এছাড়াও মুক্তিযুদ্ধ কালীন সময়ে আমারা যখন বিভিন্ন স্থানে যুদ্ধ করছি বা ভারতে মুক্তিযুদ্ধাদের সংগঠিত করছি তখন আমাদের কে গোপনে লোক মারফত অর্থ দিয়ে সাহায্য করেছেন। এছাড়াও বক্তরা তার দানের কথা স্বীকার করে উল্লেখ করেন জনাব এসএমএ আহাদ যশোর বাসীর কল্যানের কথা চিন্তা করে যশোর সদর হাসপাতালের #মহিলা ওয়ার্ড তৈরী, #আহাদরেডক্রিসেন্টরক্তকেন্দ্র,#আহাদডায়বেটিকহসপিতাল, এতিম খানা, #আব্দুস #সামাদ #মেমোরিয়াল স্কুল, যশোর সমসুল হুদা স্টেডিয়ামে #আমেনা খাতুন প্যাভেলিয়ন, যশোর #কারবালা কবর স্থানে #35বিঘা জমি দান সহ অসখ্য দানের কথা তুলে ধরেন। পরে মরহুমের আত্নার শান্তি কামনা করে মহান আল্লার কাছে প্রার্থনা করা হয়। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন সমিতির অতিরিক্ত মহাসচিব জনাব আব্দুল লতিফ

Print
2747 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close