৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৃহস্পতিবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় দফায় এ মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন তিনি। এর আগে, গত ৯ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের গতি বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শুরু করেন।

ওই বছরের ১৮ জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যাওয়ার মাধ্যমে তিনি মন্ত্রণালয়গুলো পরিদর্শন শুরু করেন। পর্যায়ক্রমে প্রথম দফায় সবগুলো মন্ত্রণালয় পরিদর্শন শেষ করেন শেখ হাসিনা।

এরপর গত ৯ এপ্রিল দ্বিতীয় দফায়ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সব মন্ত্রণালয় পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী।

Print
1713 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close