সীমান্ত চুক্তি বাস্তবায়নে বিএনপির অভিনন্দন

বহুল প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংসদে সংবিধান সংশোধনী বিল পাস হওয়ায় দেশটির প্রধানমন্ত্রীসহ জনগণকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিনন্দন জানান।

ড. রিপন বলেন, চুক্তি বাস্তবায়নে বিলটি পাস করায় আমরা ভারতের প্রধানমন্ত্রীসহ দেশটির জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

তবে, চুক্তিটির সমালোচনা করে ড. রিপন বলেন, এই চুক্তির মাধ্যমে হয়তো দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত ছিটমহলের বাসিন্দারা মানবিক দুর্ভোগ থেকে রেহাই পাবেন, কিন্তু বাংলাদেশ ৫০০ একর জমি হারাবে।

তিনি বলেন, একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্র চুক্তি কর‍ার আগে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে সেসব রাষ্ট্রের সরকার, চুক্তির বিষয়াদি দলগুলোর সঙ্গে আলোচনা করে। কিন্তু স্থল সীমান্ত চুক্তির ব্যাপারে বাংলাদেশের সরকার কারও সঙ্গেই আলোচনা করেনি। এখন সেখানে কী রাখা হয়েছে, কী রাখা হয়নি- তা আমরা বুঝতে পারছি না, চুক্তিটি প্রকাশ হলে বোঝা যাবে বাংলাদেশ কতটুকু লাভবান হচ্ছে।

Print
1609 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close