সাতক্ষীরায় ২২ লাখ মানুষের ২৫ লাখ টাকার পকেট কাটছে বাণিজ্য মেলার আয়োজকরা।
প্রশাসনের কতিপয় দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে দৈনিক উল্লাস নামের কথিত লটারিতে জেলার ২২ লাখ মানুষের ভাগ্য নির্ধারনের নামে প্রতিদিন অন্তত্ব ২৫ লাখ টাকার পকেট কাটছে। এতে একটি মহল রাতারাতি ফুলে ফেপে মোটাতাজা হলেও জেলাবাসীকে ক্রমেই নি:স্ব করে চলেছে।
জানাগেছে উদ্বোধনের পর থেকেই অবৈধভাবে দৈনিক উল্লাস নামের কথিত লটারি পরিচালনা করে জেলাবাসীকে সর্বশান্ত করে আসছে মহলটি। প্রচারের বিশেষ ব্যবস্থায় আছেন সাতক্ষীরা ভিষন নামের একটি স্যাটালাইট প্রতিষ্ঠান। রাত ১০ টা বাজলেই ‘ওঠাও বাছা’ বিকট শব্দে সবাই যাচ্ছে টেলিভিষনের সামনে।
2650 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা