আতিকুর রহমান টুটুল,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা ও মহেশপুরে দুই সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে সরকার সমর্থকরা। আহতরা হলেন দৈনিক নয়াদিগন্ত ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শৈলকুপা প্রতিনিধি মফিজ মিয়া ও মহেশপুর উপজেলা থেকে প্রকাশিত সপ্তাহীক সীমান্তবানী পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে শনিবার রাতে সাংবাদিক মফিজ মিয়া শৈলকুপার লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে পৌছালে বন্দেখালি গ্রামের আব্দুল মান্নান ও যুবলীগ নেতা লাভলু তার উপর হামলা চালায়। এ সময় মফিজের ক্যামেরা ও টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। সাংবাদিক মফিজ জানান তার পত্রিকায় কোন সংবাদ না প্রকাশ হলেও অন্য পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে তার উপর হামলা চালায় নামধারী যুবলীগ কর্মীরা। শৈলকুপা স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিকেল অফিসার ডাক্তার মামুন জানান, সাংবাদিক মফিজের মাথা, হাত ও শরীরের কয়েকটি স্থানে ইনজুরি হয়েছে। শৈলকুপার লাঙ্গলবাধ ক্যাম্পের আইসি এসআই কবির হোসেন জানান, খবর পাওয়ামাত্র সাংবাদিক মফিজ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রোববার বিকালে রোববার বিকেলে মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে সাপ্তাহিক সীমান্ত বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাককে পিটিয়ে আহত করেছে আওয়ামীলীগের কর্মীরা। তারা সম্পাদককে লোহার রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে মারধর করে। আব্দুর রাজ্জাক অভিযোগ করেন সাবেক সাংসদ শফিকুল ইসলাম চঞ্চলের আস্থাভাজন পান্থাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন ওয়াজ মাহফিলের জন্য সরকারী চাল বরাদ্ধ নেয়। ওয়াজ মাহফিলের জন্য বরাদ্ধকৃত চাল আত্মসাত করা হয়। তিনি সংবাদের সত্যতা যাচাই করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে যান। তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে চেয়ারম্যান ইসমাইল হোসেনের কর্মচারী স্বপনসহ আরও কয়েক জন আব্দুর রাজ্জাকের উপর চড়াও হয় এবং রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্বক যখম করে। ঘটনার সংবাদ শুনে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এবং সন্ত্রাসীদের ফেলে দেওয়া ওয়ালটন মোটর সাইকেল জব্দ করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেয়েছি। উলে¬খ্য, এর আগে দৈনিক ভোরের কাগজ এর মহেশপুর প্রতিনিধি নাসির উদ্দিন, স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার মহেশপুর প্রতিনিধি শহিদুল ইসলাম ও সাংবাদিক নুর হোসেন মারপিট করে।

ঝিনাইদহে দুই সাংবাদিককে পিটিয়েছে সরকার সমর্থকরা
1949 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা