ঝিনাইদহ জেলা বিএনপির সম্পাদকসহ চার নেতা কারাগারে

আতিকুর রহমান টুটুল,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ৪ বিএনপি ও যুবদল নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। রোববার দুপুরে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেছে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ৩১ জানুয়ারি বিরোধী দলের চলমান অবরোধ কর্মসুচির সয় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সবুজ হোসেন বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ বিএনপির ৫৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ জামিন আবেদন করলে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন নামঞ্জুর করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব রণককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীদের আইনজীবী এড এস এম মসিউর রহমান জানান, মামলার বাদী সবুজ হোসেন আগেই কিছু আসামী হামলায় জড়িত নয় মর্মে এভিডেফিট করে দিয়েছেন।

Print
1772 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close