আতিকুর রহমান টুটুল,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঐতিহাসিক ১৭ই মে শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালী করেছে জেলা ছাত্রলীগ। রোববার সকাল ১১টায় সরকারি কেসি কলেজ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, সহ–সভাপতি মামুন হুসাইন, রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারন সম্পাদক দেবাশীষ অধিকারী মানিক, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রাসেল, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন প্রমুখ বক্তব্য রাখেন। ছাত্রলীগ নেতৃবৃন্দ সমাবেশে দলীয় নেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রসংশা করেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহে ছাত্রলীগের র্যালী
2310 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা