আতিকুর রহমান টুটুল ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ন্যাপা ইউনিয়নের মাইলবাড়ীয়া গ্রামে ত্রাণ প্রকল্পের ব্রীজ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও নিন্মমানের কাজ করার প্রতিবাদ করাই এলাকাবাসীর নামে চাঁদাবাজীর মামলা দায়ের করে ঠিকাদার। ঠিকাদারের করা মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালন করে গ্রামবাসী। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে মাইলবাড়ীয়া গ্রামের সর্বস্তরের জনগণ অংশ নেয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবুল হাসেম, রায়হান বেগ, সাহেব আলী, আব্দুল আজিজ, নাসির উদ্দিন, রজব আলী, শরিফুল ইসলাম, কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল আওয়াল, আব্দুস সাত্তার, আবুল কাশেমসহ প্রমুখ। বক্তারা বলেন, ত্রাণ প্রকল্পের ১৪ লাখ টাকার কাজে অনিয়ম করে ঠিকাদার আশরাফুজ্জামান কালাম। এ জন্য এলাকাবাসী কাজ বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে এলাকার ওমর ফারুক, এনামুল হক, রিপনসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা করে।
এছাড়া মামলার বাদী তুহিঙ্গীর আলম তপন ও তার ক্যাডাররা আসামীদের হুমকি দিচ্ছে। আদালতে মামলার জামিন যেতে আসতে সাহস পাচ্ছি না। আমরা এ মামলা প্রত্যাহার ও ব্রিজটি সঠিক ভাবে নির্মাণ করার দাবী জানাচ্ছি। উল্লেখ্য, ওই বিজ্রটি নির্মাণের কারণে ন্যাপা ্ইউনিয়নসহ আশপাশের প্রায় ১৫ টি গ্রামের মানুষ উপকৃত হচ্ছে। ব্রিজটি অসম্পূর্ন করায় ভোগান্তিতে রয়েছে এলাকার সাধারণ মানুষ।
ঝিনাইদহে প্রধান মন্ত্রীর ছবি সম্বলিত প্যানা বোর্ড ভাংচুর, থানায় জিডি
আতিকুর রহমান টুটুল ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গায় ইউনিয়নের তেতুল তলা বাজার, নৈহাটি শ্বশান ঘাট মোড় ও যাত্রাপুর মোড়ে প্রধান মন্ত্রীর ছবি সম্বলিত একাধিক প্যানা বোর্ড ভাংচুর ও ছিড়ে ফেলা হয়েছে। রোববার রাতে এ সব পোষ্টার ছিড়ে ফেলা হয়। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যার নং-৮৫৪। নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ইকরামুল ইসলাম জানান, নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের নব-নির্বাচিত আহবায়ক কমিটি সম্প্রতি গঠিত হয়। এ কমিটিতে কবির হোসেনকে আহবায়ক এবং ইকরামুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।এ উপলক্ষে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একাধিক প্যানা বোর্ড ইউনিয়নটির তেতুলতলা, নৈহাটি ও যাত্রাপুরসহ বিভিন্ন এলাকায় টাঙ্গানো হয়। রোববার রাতে ৩টি প্যানাবোর্ড ভাংচুর ও ছিড়ে ফেলা হয়এ ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে বিচারের আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কবির হোসেন বলেন, তেতুলতলা গ্রামের বিএনপি সমর্থক দুরন্ত, আজিজুর রহমান, আব্দুর রহিম, নৈহাটি গ্রামের হেকমত আলী, মিজানুর রহমান, ফেটু মিয়া ও যাত্রাপুর গ্রামের মসিয়ার রহমান এবং হাবিবুর রহমান এ ঘটনার সাথে জড়িত।প্যানা বোর্ড ভাংচুর ও ছিড়ে ফেলার ঘটনার সত্যতা স্বীকার করে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই গোলাম হোসেন জানান, এর সাথে জড়িতদের খুজে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতিসহ পাঁচ নেতা কারাগারে
আতিকুর রহমান টুটুল.ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতিসহ ৫ বিএনপি ও যুবদল নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেছে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ৩১ জানুয়ারি বিরোধী দলের চলমান অবরোধ কর্মসুচির সময় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সবুজ হোসেন বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ বিএনপির ৫৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ জামিন আবেদন করলে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন নামঞ্জুর করে পৌরছাত্রদলের সভাপতি আমিতিয়াজ আহমেদ সোহেল, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসলাম উদ্দিন,জেলা ছাত্রদলের সদস্য সোমেনুজ্জামান সোমেন, পৌরছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামন টিটো এবং ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মনিরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীদের আইনজীবী এড মুন্সী কামাল আজাদ পান্নু জানান, মামলার বাদী সবুজ হোসেন আগেই কিছু আসামী হামলায় জড়িত নয় মর্মে এভিডেফিট করে দিয়েছেন।
হরিনাকুন্ডু থেকে ৪৩ বোতল ফেনসিডিলসহ আটক এক
আতিকুর রহমান টুটুল ঝিনাইদহ প্রতিনিধি ঃ
অভিনব কায়দায় তরমুজের ভিতর ৪৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হরিনাকুন্ডু থানা পুলিশ। গ্রেফতারকৃত ফেনসিডিল ব্যবসায়ীর নাম গফুর মন্ডল (৩৫)। গফুর চুয়াডাংগা জেলার সদর উপজেলার গহেরপুর গ্রামের মৃতঃ আঃ সাত্তার মন্ডলের ছেলে।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবীর চৌধুরী জানান, রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল আলীম ও এ এস আই বাচ্চু শেখের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিন দিকে বাশতলা মোড় থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা দু’টি তরমুজের ভিতরে থাকা ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত গফুর মন্ডল দীর্ঘদিন ধরে শশুর বাড়ি থেকে মাদক ব্যবসা করে আসছিল বলেও তিনি জানান।
ঝিনাইদহে এবার ওয়াজ মাহফিলের ৯০ মেট্রিক টন চাল আ’লীগ নেতার পেটে!
আতিকুর রহমান টুটুল.ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইসমাইল হোসেন নামে এক আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ভূয়া ওয়াজ মাহফিল দেখিয়ে সরকারের জিআর প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল আত্মসাত করেছেন। এ ঘটনা নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি সুষ্ঠ তদন্ত করে সরকারী চাল কোষাগারে ফেরত আনার দাবী উঠেছে। এদিকে আওয়ামীলীগ নেতার চাল আত্মসাতের খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাপ্তাহিক সীমান্ত বাণীর সম্পাদক আব্দুর রাজ্জাককে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় সরকারী দলের তিন নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা গ্রহন করায় মহেশপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিনকে শাসিয়ে মোবাইলে হুমকী দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জুদ্দীন হামিদ। ফলে ওয়াজ মাহফিলের ৯০ মেট্রিক টন সরকারী চাল পকেটস্থ ও ওসির হুমকী দেওয়ার বিষয় নিয়ে গোটা মহেশপুর জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ই্সমাইল হোসেন তার ইউনিয়নের বিভিন্ন স্থানে ৪৫টি স্থানে বার্ষিক ওয়াজ মাহফিলের নামে ত্রান অধিদপ্তরের জিআর প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল উত্তোলন করেন। সরকার ওয়াজ মাহফিলে আগম মুসল্লিদের আপ্যায়নের জন্য এই চাল বরাদ্দ দেন। কিন্তু ইউপি চেয়ারম্যান ৩/৪টি ওয়াজ মাহফিল দেখিয়ে অধিকাংশ চাল আত্মসাত করেন। এ বিষয়ে স্থানীয় এক সাংবাদিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মংকর্তার কাছে তথ্য সংগ্রহ করতে গেলে ইউপি চেয়ারম্যানের পেটোয়া বাহিনীর সদস্য আজিজুল, বাবু ও স্বপন তার উপর হামলা চালায়। সুত্রমতে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ওয়াজ মাহফিলে মুসল্লিদের খাওয়ানোর জন্য প্রথম কিস্তিতে ৫০ মেট্রিক টন ও দ্বিতীয় কিস্তিতে ৪০ মেট্রিক টন চাল উত্তোলন করেন। এ চালের তিনি সুষ্ঠু ব্যবহার করেননি বলে এলাকাবাসি অভিযোগ করেন। এ ব্যাপারে মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেছা বলেন, আমি আড়াই মাস এসেছি মাত্র। আমার সময়ে ৪০ মেট্রিক চাল দিয়েছি। রাতে আমি ওয়াজ মাহফিলে গিয়ে দেখেছি, চেয়ারম্যান ওয়াজ মাহফিলের লোকজনের খাওয়াচ্ছেন। তবে আগের ৫০ মেট্রিক টন চালের খবর আমি জানিনা। তবে সরেজমিন পান্তাপাড়া ইউনিয়ন পরিদর্শন করে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তথ্য আংশিক সত্য। ইউনিয়নবাসির অভিযোগ বর্তমান নাশকতার আশংকার যত্রতত্র ওয়াজ মাহফিল হয় না। ওয়াজ মাহফিল করতে পুলিশ ও জেলা প্রশাসনের মৌখিক বা লিখিত অনুমিত লাগে। সে হিসেবে ৯০ মেট্রিক টন চাল খরচের মতো ওয়াজ মাহফিল পান্তাপাড়া ইউনিয়নে হয়নি বলে স্থানীয় মুরব্বীরা জানান। ওয়াজ মাহফিলের নামে ভূয়া প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকার সরকারী চাল আত্মসাত করা হয়েছে এটা তিবালোকের মতো স্পষ্ট হলেও এ বিষয়ে জেলা প্রশাসন একেবারেই নীরব ভুমিকা পালন করছে। এদিকে জিআর প্রকল্পের চাল হরিলুটের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত করার ঘটনায় মহেশপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলাটি রেকর্ড করায় ওসি শাহিদুল ইসলাম শাহীনকে হুমকী দিয়েছেন মহেশপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ময়জুদ্দীন হামিদ। বিষয়টি নিয়ে ওসি শাহিদুল ইসলাম শাহিন জানায়, রোববার রাত ৮টা ৬ মিনিটে ০১৭১২-২১২৫১৪ নাম্বারের মোবাইল থেকে তাকে মামলার বিষয়ে আপত্তিজনক কথাবার্তা বলে এবং এখানে আমি কিভাবে চাকুরী করে তা দেখে নেওয়ার হুমকি দেয়। ওসির হুমকী দেওয়ার ঘটনায় মহেশপুর থানায় একটি ডায়েরী করেছেন তিনি। এ বিষয়ে ময়জুদ্দীন হামীদ সাংবাদিকদের জানান, মহেশপুরের বর্তমান ওসি আওয়ামীলীগ ধ্বংসের চেষ্টা করছেন। জামায়াত বিএনপির কর্মীদের নামে নাশকতা মামলা তদন্তের নামে দালাল নিয়োগ করে ওসি বাণিজ্য করছেন বলেও তিনি অভিযোগ তোলেন। হামিদ বলেন ওসি তার সাথে খারাপ আচরন করে বলেছেন মহেশপুর কারো কাছে ইজারা দেয়নি। ওসি মহেশপুরের আওয়ামী লীগের এমপি নবী নেওয়াজের দালাল বলেও হামিদ মন্তব্য করেন। এদিকে জিআর চাল হরিলুটের বিষয়ে মহেশপুরের পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, আমার নামে কোন প্রকল্প নেই। ওয়াজ মাহফিলে মুসল্লিদের খাওয়ার জন্য ৯০ মেট্রিক টন চাল পিআইসিদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের ব্যাপারে আমি কিছুই জানিনা। এ ছাড়া সাংবাদিক রাজ্জাককে মারপিটের ঘটনাও আমি জানি না।
ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি শাখার ছাত্রশিবিরের সভাপতি গ্রেফতার
আতিকুর রহমান টুটুল.ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি শাখার ছাত্র শিবিরের সভাপতি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একরজনা গ্রামের আব্দুল্লাহর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঝিনাইদহ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএসটি) শাখার ছাত্র শিবিরের সভাপতি ফারুক হোসেন নাশকতা মামলার আসামী হিসাবে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আইএসটির সামনের রাস্তা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০ দলের ডাকা টানা হরতাল অবরোধ কর্শসুচি চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
আতিকুর রহমান টুটুল.ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশমা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রেশমা খাতুন আনন্দনগর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। কচুয়া পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, বিদ্যুতের তার ছিড়ে বসতঘর টিনের ওপর পড়ে । এ সময় রেশমা খাতুন টিনের ওপর কাপড় শুকানোর জন্য গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।