ঝিনাইদহে পুলিশি অভিযানে জামায়াতসহ গ্রেফতার ২৫

আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ প্রতিনিধি

জেলার ছয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধাবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ থানা সুত্রে জানাগেছে, জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের রূপদহ গ্রামের আবুল হক মোল্যার ছেলে জামায়াত কর্মী সানোয়ার হোসেনকে (২৪) গ্রেফতার করা হয়। হরিণাকুন্ডু থেকে আরও একজন, সদর থেকে আট, শৈলকুপা থেকে সাত, কালীগঞ্জ থেকে দুই, কোটচাঁদপুর থেকে তিন ও মহেশপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। আটককৃতদেরকে দুপুরের মধ্যেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানা গেছে।

Print
1555 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close