ঝিনাইদহে মানব পাচারকারীর হোতা আটক

আতিকুর রহমান টুটুল,ঝিনাইদহ  প্রতিনিধি:

ঝিনাইদহে মানব পাচার কারীর চক্রের হোতা খাইরুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। খাইরুল ইসলাম সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামের খলিলুর রহমানের ছেলে। বৃস্পতিবার বিকালে তাকে আটক করা হয়। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ র‌্যাবের এএসপি নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরাপপুর থেকে মানবপাচারকারী খাইরুল ইসলামকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের সোপর্দ্দ করা হয়।

Print
1734 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close