শৈলকুপার আয়েশা ক্লিনিকে ভূল অপারেশনে  প্রসূতীর মৃত্যুর অভিযোগ

আতিকুর রহমান টুটুল,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপার আয়েশা (প্রাঃ) হাসপাতালে ডাক্তারের ভূল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ফাজিলপুর গ্রামের হালিম শেখের মেয়ে ও খোকসা থানার বসী গ্রামের রতনের স্ত্রী রাফেজা খাতুনের প্রসব বেদনা উঠলে সকাল ১১টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রকিব উদ্দিন রনি ডাক্তারি পরীক্ষা শেষে প্রসূতির পেটে একত্রে ২ টি সন্তান থাকায় ঝুকি না নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে। নিহত রাফেজার ফুফু হাসিনা বেগম অভিযোগ করে জানান, তার ভাতিজিকে ঝিনাইদহ রেফার্ড করা হয়। তাকে ঝিনাইদহ নেবার পথে আয়েশা (প্রাঃ) হাসপাতালের মালিক শাহিদুল ইসলাম দালালের মাধ্যমে শৈলকুপা হাসাতাপাল গেইট থেকে ভূল বুঝিয়ে অপারেশনের কথা বলে তার ক্লিনিকে নিয়ে যায়। একটু পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রকিব উদ্দিন রনি ও এনেস্থেসিয়া ডাক্তার কাওসার আয়েশা (প্রাঃ) হাসাপাতালে এসে দুপুরের দিকে রাফেজার সিজার অপারেশন শুরু করে। নিহত রাফেজার মা জানান, অপারেশন চলাকালীন ডাক্তাররা তড়িঘড়ি করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে কিছু না বলেই পালিয়ে যায়। অপারেশন চলাকালে রাফেজার মৃত্যু হয়েছে আর দুইটি কন্যা সন্তানের জন্ম হয়েছে একথা বলে ক্লিনিক মালিক শাহিদুল নিহত রাফেজাকে অপারেশন থিয়েটারের বাইরে বের করে দিয়ে তালা লাগিয়ে পালিয়ে যায়।Shailkupa (Jhenaidah) Gaynii Dead Pic-21-05-15 (2)নিহত প্রসূতি রাফেজার বাবা হালিম শেখ জানান, তার মেয়েকে টেনে হেচড়ে আয়েশা (প্রাঃ) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভূল অপারেশনের কারনে তার মৃত্যু হয়। এদিকে সদ্য ভূমিষ্ট হওয়া জমজ দুইটি এতিম কন্যা সন্তনকে বাঁচিয়ে রাখাটা পরিবারের জন্য কষ্টকর হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আয়েশা (প্রাঃ) হাসাপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা নতুন নয়। হরহামেশায় এ ধরনের ঘটনা ঘটে। ক্লিনিকটিতে নিয়মিত কোন ডাক্তার নেই। ডিপ্লোমা নার্স নেই, নেই কোন প্যাথলজিষ্ট ও হালনাগাদ কাগজপত্র। হাতুড়ে ডাক্তার দিয়ে চালানো হয় চিকিৎসার নামে নার্সিং ব্যবসা। শহরের জনবহুল এলাকা কবিরপুর ষ্ট্যান্ডে প্রচুর শব্দ, ধুলাবালি আর বিল্ডিং এর নিচে রাতদিন ওয়েল্ডিং এর ঝনঝনানি শব্দে ঘুমহীন রাত কাটে রোগীদের। নিয়ম নীতিহীন গড়ে উঠা ক্লিনিকটিতে আলো-বাতাস নেই, ছোট ছোট পায়রার ঘরের মতো কক্ষে গাদাগাদি করে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযোগ আছে উর্দ্ধতন কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা দিয়ে চলে রমরমা এই ক্লিনিকের বাণিজ্য।

Print
4363 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close