ছাত্রী লাঞ্ছনায় ৫ ছাত্রলীগ নেতাকর্মী আজীবন বহিষ্কার

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষের দিন ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় পাঁচ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজীবন বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের ৪২ তম ব্যাচের ছাত্র নিশাত ইসলাম বিজয়, শহীদ সালাম-বরকত হল শাখার প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের ৪২ তম ব্যাচের নাফিজ ইমতিয়াজ, ছাত্রলীগ কর্মী রাকিব হাসান (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ৪৩ তম ব্যাচ), আব্দুর রহমান ইফতি (নৃবিজ্ঞান, ৪৩ তম ব্যাচ) ও নুরুল কবির (নৃবিজ্ঞান, ৪৩ তম ব্যাচ)।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পহেলা বৈশাখে ছাত্রী লাঞ্ছিত, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে।

Print
1651 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close