ঝিনাইদহে আমে ফর্মালিন দেয়ার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

জাহিদুর রহমান তারিক,স্টাফ রিপোর্টারঃ- ঝিনাইদহ,
ঝিনাইদহের কোটচাঁদপুরে আমে ফর্মালিন দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত এক আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে।
উল্লেখ্য আজ সোমবার সকালে কোটচাঁদপুর আখসেন্টার পাড়ার শহিদুল ইসলাম নামে এক আম ব্যবসায়ীকে পৌর কবরস্থানের কাছে আম বাগানের আম পাড়ে। নেংড়্যা জাতের উক্ত আমে দ্রুত রং আনার জন্য সে বাগানেই আমে ফর্মালিন স্প্রে করে। আমে স্প্রে করার সময় গোপন সংবাদ পেয়ে কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সংবাদ পেয়ে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন ও ঘটনাস্থলে আসেন। ঝিনাইদহের এনডিসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমে ফর্মালিন দেয়ার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেন। আম ব্যবসায়ী শহিদুল তাৎক্ষনিক জরিমানার অর্থ পরিশোধ করলে কারাদন্ড থেকে সে রেহায় পায়। এর পর ফর্মালিন মিশ্রিত আমগুলি বিনষ্ট করা হয়।

Print
4218 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close