দিনাজপুর: দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ–২ আদালতের বিচারক মো. মাহমুদুল করিম এই রায় দেন।
আদালত সূত্র জানিয়েছে, জেলার বীরগঞ্জ উপজেলার মিরাটুঙ্গী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. আব্দুল মালেকের সঙ্গে একই গ্রামের আব্দুস সামাদের মেয়ে রেহানার বিয়ে হয়।
২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি স্বামী–স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আব্দুল মালেক ক্ষিপ্ত হয়ে স্ত্রী রেহানাকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় রেহেনার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জামাই আব্দুল মালেককে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই ) আব্দুল মতিন–১ দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আব্দুল মালেককে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।