নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তাদের উভয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত আদেশে এ দু’বিএনপি নেতাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো বরখাস্তের আদেশ বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের একরামুল আলমের হাতে পৌঁছে। এর বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানান তিনি।
অপরদিকে, বরখাস্তের চিঠি এখনও হাতে পাননি বলে জানান নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
1071 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা