বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এসএম ইমামুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বাক্ষরিত চিঠি ফ্যাক্সযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছায়। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, ১৮ মে উপাচার্য ড. হারুনুর রশিদ বদলি হন। এরপর থেকে উপাচার্যের পদ খালি থাকায় শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশ, পরীক্ষা নেওয়া ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সকল কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে।
উপাচার্য হিসাবে ড. এসএম ইমামুল হকের নাম ফ্যাক্সযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় কার্যালয়ে পৌঁছলেও শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় তিনি যোগদান করতে পারছেন না। শিক্ষামন্ত্রী ২৮ মে দেশে ফিরলে ড. এসএম ইমামুল হক শিক্ষা মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মস্থল বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে আসবেন তিনি।
তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে অফিসিয়ালি বিষয়টি কর্মকর্তারা প্রকাশ করতে পারছেন না বলে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান।