তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘ম্যাডাম ২০ দলীয় জোট ভেঙে দিন। সবাইকে একজোটভূক্ত করে ফেলুন। সবাই হবে বিএনপির নেতাকর্মী। অন্যথায় জোট ভেঙ্গে দিয়ে তাদেরকে যুগপৎ আন্দোলন করার পরামর্শ দিন।’
বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইইবি) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শাহাজাহন ওমর এসব কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাবেক এই আইনপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘জিয়াউর রহমানও নির্বাচনের আগে জোট করেছিলেন। তখন মুসলিম লীগসহ অন্য দল ভেঙে দিয়ে সবাই বিএনপির পতাকাতলে এসেছিলেন। এখনও সেরকম হতে পারে। কারণ বর্তমানের ২০ দলের অন্য শরিকরা আন্দোলনে সমানভাবে ভূমিকা রাখছে না। তারা মনে করে আর যাই হোক- নমিনেশন তো পাবই। এই চিন্তা থেকে তারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে না।’ এজন্য জোট ভেঙ্গে দেয়া দরকার।’
শাহজাহান ওমরের এমন বক্তব্যে আলোচনায় সভায় উপস্থিত জোটের শরিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসময় তাদেরকে নিবৃত্ত করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস ও যুগ্ম মহাসচিব মো. শাজাহান।
শাহাজান ওমরের পর বক্তব্য দেন ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। তিনি বলেন, ’২০ দল হচ্ছে গোলাপের মতো। একটি ফুলদানিতে ২০টি গোলাপ। কিন্তু এখান থেকে যদি একটি গোলাপ টান দেয়া হয়, সেটা কিন্তু নষ্ট গোলাপও উঠতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি ২০ দলীয় জোট ভেঙ্গে দিলে বিএনপি ষোল আনার পনের আনা ক্ষতি হবে। জোট ভাঙা ঠিক হবে না।’