বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা: আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনের সেমিনারকক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ চুক্তির ফলে ইউরোপিয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর আদলে এই চারটি দেশের মধ্যে সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। তবে এই যোগাযোগব্যবস্থা পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বাস রাখার জায়গা বরাদ্দ না দেওয়ায় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান প্রকৌশলীকে ধমক দেন ওবায়দুল কাদের।

সভায় উপস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া দেখান তিনি।

আগামী বুধবারের মধ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে সংশ্লিষ্ট জায়গার বরাদ্দ নিশ্চিত করতে ওই দুই কর্মকর্তাকে নির্দেশ দেন সড়কমন্ত্রী।

Print
1602 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close