আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জে দুটি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা। এ সময় তিনি বাল্য বিবাহ দেওয়ার অপরাধে মোবাইল কোর্ট বসিয়ে এক মেয়ের বাবা, এক ছেলের বাবা ও ভাইকে এক হাজার টাকা করে জরিমানা করেন। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের বাবুল হোসেনের ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া কিশোরী মেয়ের সাথে ঝিনাইদহের হামদহ খন্দকারপাড়ার সোহবার হোসেনের ছেলের সাথে শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হয় খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানোর হোসেন মোল্লা ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট বসিয়ে বাল্য বিবাহ দেবার অপরাধে মেয়ের বাবা বাবুল ও ছেলের ভাই সোহেলকে ১ হাজার টাকা করে জরিমান করে। তিনি আরো জানান, একই দিন পৌরসভার কাশিপুর গ্রামের মৃত ওয়াদুদ আলর ৮ম শ্রেণীতে পড়–য়া কিশোরী কন্যার বিয়ে দেবার ঘটনায় মোবাইল কোট বসিয়ে ছেলের মহেশপুর শ্যামকুড় গ্রামের শওকত আলীকে ১ হাজার টাকা জরিমানা করে।