আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদক সাবেক ছাত্র নেতা মিয়া এস.এম ওহিদুর রহমান শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি ঝিনাইদহ সদর উপজেলা ফুরসন্দি ইউনিয়নের মৃত মহিদুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানাগেছে এসএম ওহিদুর রহমান শুক্রবার ভোরে ঢাকার বাসায় হৃদ রোগে আক্রান্ত হন। রাতে তাকে হৃদরোগ ইন্সষ্টিটিউটে ভর্তি করা হলে শুক্রবার ভোর ৫টার দিকে মৃত্যুবরণ করেন। ওহিদুর রহমান কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ফুরসন্দি উইনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। শুক্রবার সকালে ওহিদুরের মৃত্যু সংবাদ তার এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মী ও সমর্থকরা শোক ও কান্নায় ভেঙ্গে পড়েন। বিকালে ঝিনাইদহে মৃতদেহ পৌছালে তাকে এক নজর দেখতে দলীয় নেতাকর্মীরা ভীড় জমায়। শুক্রবার ঝিনাইদহ ও কালীগঞ্জে দুদফা জানাজা শেষে ফুরসন্দি গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান ওহিদের মৃত্যুতে এক বিবৃতি দিয়েছেন। তিনি ওহিদকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান ও তরুন বিএনপি নেতা মিয়া এস.এম ওহিদুর রহমানের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এড. এমএ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি এড মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।