ঝিনাইদহে শহীদ জিয়ার ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আতিকুর রহমান টুটুল,ঝিনাইদহ প্রতিনিধি ঃ

বিপন্ন গনতন্ত্র উদ্ধার ও দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার নিয়ে শনিবার ঝিনাইদহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা বিএনপি’র উদ্যোগে সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে ও পৌরসভার পাড়ায় পাড়ায় দোয়া মাহফিল, আলোচনাসভা ও গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসুচি গ্রহন করে। শনিবার ঝিনাইদহের দলীয় কার্যালয়ে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড এস এম মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, শ্রমিক নেতা আবু বক্কার, বিএনপি নেতা এড মুন্সি কামাল আজাদ পান্নু, উপজেলা চেয়ারম্যান এড এম এ মজিদ, এড আব্দুল আলীম, আনোয়ারুল ইসলাম বাদশা, জিয়াউল ইসলাম ফিরোজ, আশারাফুল ইসলাম পিন্টু, সাজেদুর রহমান পাপপু আয়েশা খাতুন ও মাহবুবা রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। শহীদ জিয়া জীবন বাজী রেখে স্বাধীনতা ঘোষণা ও যুদ্ধ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আওয়ামলীগের কোন নেতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। অথচ এখন তারা মুক্তিযুদ্ধের বড় ফেরিওয়ালা।

Print
2027 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close