ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে। তাদের পাশের হার শতভাগ। মোট ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বোর্ড সেরা হয়েছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটরা হল, সোয়াদ, হাসান, সাফওয়ান, অপু, কাফি, নুহাশ, রিয়াসাত, আদনান, আমিন, সুদিপ্ত, তানভীর, আফিফ, সোহান, রবিন, ফারহান, সামিউল, রনি, জিসান, সালাউদ্দিন, নাজমুল, সাজিদ, ফারদিন, শুভ, শাহেদ, সেলিম, নাফিস, কামরুল, আলম, জোবায়ের, নাহিদ, আসিফ, রাকিবুল, তামজিদ, দুর্জয়, বুলবুল, রাকিন, ইফতেখার, রাফাত, মুমিত, মাসরুর, জাবির, তৌহিদ, পরশ, আলী, সাদিক ও রাইম। অন্যদিকে ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয় শতভাগ পাশের সফলতাসহ যশোর বোর্ডে ১৭ তম স্থান অধিকার করেছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট মেজর ফয়সাল আবেদী হাসান জানান, ঝিনাইদহ ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৬ জন ছাত্র বিজ্ঞান বিভাগ থেকে এবার এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করে। তারা সবাই জিপি-এ ৫ পেয়েছে। ফলে সার্বিক ফলাফলে কলেজটি এবার যশোর বোর্ড সেরা হয়েছে। যশোর বোর্ডে তাদের কলেজের পাশের হার শতভাগ। ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান জানান, শিক্ষার্থীদের এই ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের অবদান সবচেয়ে বেশী। শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নিয়েছেন এবং তাদেরকে গাইড করেছেন। এছাড়া শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখা পড়া করার কারনেই এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান মন্তব্য করেন। এদিকে এ বছর ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয় থেকে ২৪৮ জন পরীক্ষাথী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই উত্তির্ণ হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার অধিকারী জানান শিক্ষক, অভিবাবক ও ছাত্রদের যৌথ চেষ্টায় এই ফলাফল এনে দিয়েছে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড সেরা
1825 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা