বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগ খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন ।

৩০.০৫.১৫ রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় ঢাকার বনানীস্থ প্রাইম এশিয়া ইউনিভার্সিটির হলরুমে বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগের এক সাধারন সভায় খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয় । প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ কে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনপত্র বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট পর্যটনবিদ প্রফেসর ড.এ আর খান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.এফ.এম শরীফ ছোটন খুলনা জেলার নেতৃবৃন্দের হাতে তুলে দেন । খুলনা জেলা কমিটির সকলেই উচ্চশিক্ষিত প্রকৌশলী। তারা কুয়েটে অধ্যয়নরত অথবা চাকুরীরত একঝাক তরুন । এ সময় খুলনা জেলার নেতৃবৃন্দ নবগঠিত খুলনা জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির  প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট পর্যটনবিদ প্রফেসর ড.এ আর খান যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহজাহান খান এবং সাংগঠনিক সম্পাদক এ.এফ.এম শরীফ ছোটন কে বিশেষ সন্মাননা পদক প্রদান করেন । সভায় সাংগঠনিক সম্পাদক এ.এফ.এম শরীফ ছোটন বলেন এখন সময় উন্নয়নের কাজ করার, দেশকে সাজিয়ে তোলার, বিশ্ব দরবারে মাথা উচু করার । প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাংলাদেশকে পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করার অপার সম্ভাবনা রয়েছে । সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা এবং সজীব ওয়াজেদ জয়ের কল্পিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে ভিশন ২০২১ সফল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ও সুফলের কথা তুলে ধরেন । খুলনা জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ ও অন্যান্য নেতৃবৃন্দ খুলনা জেলার পর্যটনের বিভিন্ন তথ্য উপাত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগের সাথে থেকে পর্যটনের মাধ্যমে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন । সবশেষে বিশিষ্ট পর্যটনবিদ প্রফেসর ড. এ আর খান বাংলাদেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সমস্যা, সমাধান, সুপারিশ, কর্মসংস্থান, রাষ্ট্রীয় উন্নয়ন, আন্তর্জাতিক বিস্তৃতি ও ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে সকলকে  বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগে যোগদানের আহ্বান জানান । তিনি খুলনা জেলা শাখার সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগের  খুলনা জেলা শাখার মাধ্যমে তাদের নিজ জেলার পর্যটন শিল্পের উন্নয়ন কামনা করেন

Print
4114 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close