ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্রীকে নির্যাতন করায় যুবককে জুতাপেটা

আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জাগুসা গ্রামে এক কলেজ পড়–য়া ছাত্রীকে নির্যাতনের দায়ে মোজাম্মেল হোসেন নামে এক যুবককে জুতাপেটা করেছে সলিশের মাধ্যমে। জুতাপেটা মোজাম্মেল জাগুসা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে বলে জানাগেছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে রবিবার সকালে কলেজ পড়–য়া ছাত্রীকে শারীরিক নির্য়াতন করাই ভিকটিমের পিতা একটি লিখিত অভিযোগ দিলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম শাহিন নোটিশের মাধ্যমে মোজাম্মেলকে থানায় ডেকে নিয়ে আসে। সালিশের জন্য ওসি ছয় সদস্যের বিচারক প্যানেল তৈরী করে । বিচারক মন্ডলী একই সিন্ধান্তে উপনীত হয় যে নির্যাতনকারী মোজাম্মেল একটি মুচলেকা লিখে দিবে,ভিকটিমের পিতার কাছে ক্ষমা চেয়ে নিবে এবং প্রকাশ্যে জুতাপেটা করা হবে। ঐ সিন্ধান্ত অনুযায়ী থানার ভিতরে সালিশের প্রতিনিধি আলমগীর তাকে জুতাপেটা করে।এখানে উল্লেখ্য ভিকটিমের চাচাত ভাই শাহ আলম সাংবাদিকদের জানান, তার বোন যশোরের একটি কলেজের অনার্স ২য় ছাত্রী। গত ১২/০৫.১৫ বিকালেৈ তাদের বাড়ির পাশে আম বাগানে বেড়াতে গেলে মোজাম্মেল ভিটটিমকে লাঠিদিয়ে বেদমভাবে মারপিট করে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

Print
2267 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close