ঝিনাইদহ জিলার খবর :

ঝিনাইদহের মোচিকের চিনি এবার প্যাকেটজাত করে বিক্রি / 

আতিকুর রহমান টুটুল,স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের উৎপাদিত চিনি এবার প্যাকেটজাত করে বাজারজাত শুরু করেছে কর্তৃপক্ষ। মোবারকগঞ্জ  চিনিকল থেকে সরাসরি উৎপাদিত চিনি প্রতিকেজি খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ৪৬ টাকা দরে। আর ২ কেজির প্যাকেট বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।  সরাসরি মিল থেকে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪২ টাকা এবং ২ কেজি ৮৩ টাকা দরে। উৎপাদিত চিনি খুচরা পর্যায়ে বিক্রির উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে মিল কর্তৃপক্ষ। প্রতিদিন মিলের শ্রমিকরা ৫/৬ মেট্রিকটন চিনি প্যাকেটজাত করে খুলনা বিভাগের ঝিনাইদহ, যশোর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এলাকার পাইকার ও খুচরা দোকানীদের কাছে চিনি সরবরাহ করছে। মিলের  উপ ব্যবস্থাপক (ভান্ডার) আব্দুর রাজ্জাক জানান,  মোবারকগঞ্জ চিনিকলে প্রায় ১৭ হাজার মেট্রিকটন চিনি  মজুদ রয়েছে। মিলের চিনি ১০০% হালাল ও প্রাকৃতিক। মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান,  মোবারকগঞ্জ চিনিকলে আখ থেকে উৎপাদিত চিনি  অন্য চিনি থেকে মিষ্টি বেশি। পুষ্টিমান ও স্বাদে অতুলনীয়। শিশু খাদ্যের  উপযোগী ও স্বাস্থ্যকর। তিনি আরো জাননা, এই মিলের চিনি হাইড্রোজেট, বোর চারকোল ও ক্ষতিকর কেমিক্যালমুক্ত এবং সম্পুর্ণ সয়ংক্রী মেশিনে হাতের স্পর্ষবিহিনী প্রস্তুত ও প্যাকটকৃত। তিনি আরো জানান খুলনা মহানগর ,যশোর ও ঝিনাইদহ জেলা শহরের আগ্রহী পাইকারী ক্রেতারা এই চিনি ক্রয় করতে চাইলে মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষের সাথে জরুরী ভাবে যোগাযোগ করতে পারেন। তিনি জানান, আসন্ন  রমজানে যাতে খুলনা বিভাগের সকল মানুষ মোবারকগঞ্জ চিনিকলে প্রাকৃতিক চিনি খুচরা পর্যাযে পেতে পারে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

……………………………………………………………………………….

ঝিনাইদহে পাঁচ বছরে যক্ষা রোগে ২৭৫ জনের মৃত্যু

আতিকুর রহমান টুটুল,স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলায় গত পাঁচ বছরে যক্ষা রোগে দুই’শ পচাত্তর জনের মৃত্যু হয়েছে। এ সময়ে যক্ষ থেকে আরোগ্য লাভ করেছেন ছয় হাজার আটশ তেষট্রি জন। জেলায় সনাক্তকৃত মোট বার হাজার সাতশ বিরাশি জন যক্ষা রোগীর মধ্যে সাত হাজার চারশ তিন জন রোগী চিকিৎসা নিচ্ছেন। রোববার যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রম অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়। ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকটি জেলা স্বাস্থ্য বিভাগ, ঝিনাইদহ প্রেসক্লাব ও ব্রাক যৌথভাবে আয়োজন করে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক মোকাররম হোসেন, ডা : দুলাল চক্রবর্তী, ডা: রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজবাহার আলী শেখ, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাংবাদিক এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, ঝিনাইদ ব্র্যাকের কর্মকর্তা নজরুল ইসলাম ও প্রীতি রঞ্জন দত্ত প্রমুখ। ঝিনাইদহ জেলায় কর্মরত গুরুত্বপুর্ণ জাতীয় সংবাদপত্র ও টেলিভিশনের ৩৫ জন সাংবাদিকসহ স্বাসবথ্য বিভাগ ও ব্রাকের কর্মকর্তা ও কর্মচারী  এ গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে যক্ষা রোগের বিস্তার প্রতিরোধের ওপর গুরুত্বারোপের পাশাপাশি এ রোগ নিয়ন্ত্রন এবং সচেতনতা বৃদ্ধিতে সংবাদপত্র ও টিভি চ্যানেল গুলোকে আরো ভুমিকা পালনের আহবান জানানো হয়।

Print
1609 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close