ডেস্ক রিপোর্ট : লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস এবং স্টেপনী ওয়ার্ডে উপ নির্বাচনে প্রচার প্রচারণা এখন তুঙ্গে । ক্ষমতাসীন দল কনজারভেটিভ প্রার্থী হয়েছেন শফিউল আজম । তিনি তার নির্বাচনী প্রচারণা চলাকালে জয়ী হওয়ার আশাবাদ ব্যাক্ত করেছেন । একজন সৎ পরিশ্রমী ক্ষমতাসীন দলের প্রার্থী এবং প্রগতিশীল রাজনীতিবিদ উল্লেখ করে স্টেপনী বাসীর নিকট ভোট প্রার্থনা করেছেন । শফিউল আজম এলাকা বাসীর সাথে কথা বলে মনে করেন, এই এলাকার জনগণ পরিবর্তন চাচ্ছেন, কারণ যুগের পর যুগ একই দলের প্রার্থী জয়ী হওয়া এবং তাদের অদক্ষ কর্মকাণ্ডের জন্য এলাকার জনগণ কোন উন্নয়নের ছোঁয়া দেখতে পায়নি । শফিউল আজম স্টেপনী বাসীর নিকট ভোটের আকুল আবেদন করেন ও তাকে বিজয়ী করে এলাকা বাসীর সেবা করা এবং উন্নয়নের দোয়ার খুলে প্রগতিশীল সুস্থ রাজনীতি ফিরিয়ে আনার সুযোগ করে দেয়ার উদাত্ত আহ্বান জানান । তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর হাউজিং ব্যাবস্থা , শিক্ষা ব্যাবস্থার উন্নতি, কাউন্সিলে কাজের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা , এন এইচ এস কে সপ্তাহে ৭ দিন খোলা রাখা , এলাকার পার্ক এবং কমিউনিটি সেন্টার গুলোর উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন । তার নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করছেন বিশিষ্ট ব্যাবসায়ী এবং রাজনীতিবিদ মুকিম আহমেদ, কনজারভেটিভ পার্টির লিডার সাবেক এমপি প্রার্থী শাহ্মীর বখতিয়ার, কাউন্সিলর আহমেদ হোসেন, মেহফুজ আহমেদ, মহি উদ্দিন, ইয়ামির আহমেদ , মার্কেন্টাইল
ব্যাংকের সিইও এবং রাজনীতিবিদ জেড মার্ক, সাবেক এমপি প্রার্থী ম্যাথিউ স্মিথ সহ আরও অনেকে । উল্লেখ্য – সঙ্গত কারণে স্টেপনী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাসপেন্ড হওয়ায় এখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে , আগামী ১১ই জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।