রাজশাহীর নতুন মেয়র নিজাম-উল আজীম

|| রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম-উল আজীমকে।

সোমবার (০১ জুন) সন্ধ্যায় সিটি করপোরেশন ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বার্তা এসে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাসিক’র জনসংযোগ কর্মকর্তা কাজী আমীরুল করিম।

তিনি জানান, নিজাম-উল আজীম ২১নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ০৭ মে নাশকতাসহ বিভিন্ন মামলায় পলাতক রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করা হয়। ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ১২ (১) ধারা মোতাবেক তিনি বরখাস্ত হন।

এরপর থেকে কে হচ্ছেন রাসিক মেয়র এ নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা। অবশেষে মেয়র হলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম-উল আজীম।

Print
1240 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close