আতিকুর রহমান টুটুল ,ঝিনাইদহ প্রতিনিধি ঃ
“শত কোটি জনের অপার স্বপ্ন,একটি বিশ্ব, করি না নিঃস্ব” এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংগঠন শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শেভাযাত্রা শেষে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শফিকুল বলেন, পরিবেশ রক্ষায় রাস্তা ও বাড়ির পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে। এতে পরিবেশ যেমন রক্ষা পাবে তেমনি বাড়তি আয় করা সম্ভব। পরিবেশ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সকলকে সচেতন হতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনইদহ জেলা পরিষদের প্রশাসক এড আব্দুল ওয়াহেদ জোয়াদ্দার,সাবেক সচিব আবু বকরসহ প্রমুখ।

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
1577 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা