আতিকুর রহমান টুটুল . ঝিনাইদহ প্রতিনিধি ঃ
মহেশপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৫ এর শুভ উদ্ধোধন করেন এমপি-নবী নেওয়াজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, এস,বিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, সাংগঠনিক সম্পাদক হাশেম আলী পাঠানসহ প্রমুখ।

মহেশপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
1563 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা