আতিকুর রহমান টুটুল ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আব্দুর রশিদ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুর রশিদ কালীগঞ্জ উপজেলার খোর্দ্দ ধোপাদি গ্রামের মৃত সামাদ খাঁর ছেলে। সোমবার ভোরে রশিদকে নলভাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সন্ত্রাসী আব্দুর রশিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। কালীগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম জানান, রশিদের কাছ থেকে একটি দেশি তৈরী রিভলবার ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
1799 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা