কালীগঞ্জে বিনা অপরাধে শিশুকে গরম ইস্ত্রির ছ্যাকা

আতিকুর রহমান টুটুল ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিনা অপরাধে নয়ন (১১) নামের এক শিশুকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাকা দিয়ে নির্যাতন করেছে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার মেইন বাসস্ট্যান্ডস্থ ইসলামী সুপার মার্কেটের তৃতীয় তলায় বারী টেইলার্সের কারখানায়। ঘটনার পরপরই নির্যাতনকারী মোশারফ হোসেন পালিয়েছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে একটি কিèনিকে ভর্তি করে চিকিৎসা দিয়েছে। শিশুটি উপজেলার কাশিপুর গ্রামের মোক্তার আলী ছেলে। জানাগেছে, ইসলামীয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় বারী টেইলার্সের কারখানার পাশে শিশুনয়ন ঘুরে বেড়াচ্ছিল। এ সময় ওই কারখানার দর্জি সদর উপজেলার নলডাঙ্গা দুর্গাপুর গ্রামের সুলতান শেখের ছেলে মোশারফ হোসেন তাকে গরম ইস্ত্রি দিয়ে পেটের পাশে ছ্যাকা দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় আশ পাশের লোকজন শিশুটির চিৎকার শুনে ছুটে আসলে নির্যাতকারী মোশারফ পালিয়ে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। বারী টেইলার্সের স্বত্বাধিকারী আব্দুর বারী জানান, ঘটনাটি জানার পর আমি ওই শিশুর যাবতীয় চিকিৎসাভার গ্রহণ করেছি। তাকে চিকিৎসা দেবার পর বাড়ি পাঠানোর ব্যবস্থাও করেছি। আর যে এই জঘন্য কাজটি করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি।

Print
1872 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close