ঢাকা: বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের সঙ্গে ভারত আছে। তবে মৌলবাদকে সমর্থন করে না দেশটি। এই কথাটুকুই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বলেছেন। এতথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।
রবিবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে মোদি-খালেদার বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন সুব্রামানিয়াম জয়শঙ্কর।
তিনি বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা হয়েছে। দুজনই উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
940 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা