জমির আহমেদ টুন “ স্মরণ সভা ও দোয়া মাহফিল ” অনুষ্ঠিত হবে- মোহাম্মাদপুর, ঢাকা , তারিখ: 12 জুন

“ স্মরণ সভা ও দোয়া মাহফিল ”
যশোরের বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ক্লাব য‌শো‌রের সা‌বেক সভাপ‌তি জ‌মির আহ‌মেদ টুন(টুনু ভাই) এবং বিশিষ্ট ক্রিড়া সংগঠক, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব সিরাজুল ইসলাম বাচ্চু অতি সম্প্রতি মৃত্যু বরন করেন। যশোরের এ দুজন খ্যাতিমান পুরুষের স্মরনে আগামী 12 জুন শুক্রবার বিকাল 05 ঘটিকায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে শরীক হবার জন্যে ঢাকাস্থ যশোর বাসি সহ সকলকে অনুরোধ করা হলো।

স্থান: মুক্তিযোদ্ধা টাওয়ার-1, কলেজ গেট (সোরওয়ার্দি হাসপাতালের বিপরীত পাশে),
মোহাম্মাদপুর, ঢাকা তারিখ: 12 জুন, শুক্রবার, সময়: বিকাল: 05 ঘটিকা
অনুরোধ ক্রমে
মোহাম্মদ লুত্ফর রহমান মহাসচিব
যশোর জেলা সমিতি’ ঢাকা।

Print
1811 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close