আতিকুর রহমান টুটুল ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান ও সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নয় নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। সোমবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেছে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ৩১ জানুয়ারি বিরোধী দলের চলমান অবরোধ কর্মসুচির সময় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সবুজ হোসেন বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ বিএনপির ৫৩ নেতাকর্মীর নাম উলে¬খ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ জামিন আবেদন করলে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন নামঞ্জুর করে পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জমান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক এম শাহাজাহান আলী,সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ আরো ৫জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীদের আইনজীবী এড মুন্সী কামাল আজাদ পান্নু জানান, মামলার বাদী সবুজ হোসেন আগেই কিছু আসামী হামলায় জড়িত নয় মর্মে এভিডেফিট করে দিয়েছেন।

ঝিনাইদহে পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর
1468 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা