আতিকুর রহমান টুটুল ,ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রাম থেকে তিনটি ককটেলসহ তিন বোমাবাজ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মামুন শিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাত্তার আলী (৪৫), কদম মুন্সীর ছেলে নুর ইসলাম (২০) ও আব্দুল হামিদের ছেলে মাওলা মিয়া (৪২)। ঝিনাইদহ সদর থানার ওসি বিপ¬ব কুমার নাথ জানান, আটককৃতরা কয়েকদিন আগে ওই গ্রামের বুদো শেখের নিকট এক লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দেওয়ায় তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। রোববার রাতে তারা বুদোর বাড়ীর সামনে তিনটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। খবর পেয়ে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের আইসি সালাহউদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এ সময় মামুনশিয়া গ্রামে অভিযান চালিয়ে তিনটি ককটেলসহ তিন সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করে।

ঝিনাইদহে ৩টি ককটেলসহ ৩ জন আটক
1299 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা