আতিকুর রহমান টুটুল ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর নির্যাতনে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে তার মৃত্যু হয়। তিনি উপজেলার নেপা ই্উনিয়নের কাঞ্চনপুর গ্রামের মিরজান শেখের ছেলে। নিহত জাহাঙ্গীর হোসেনের চাচা ইউনুছ আলী অভিযোগ করেছেন, রোববার রাতে তার ভাতিজাসহ কয়েকজন ব্যবসায়ী ভারতে গরু আনতে যান। ফেরার পথে জাহাঙ্গীর ভারতের বর্ণি বিএসএফের হাতে ধরা পড়েন। বিএসএফ তাকে নির্যাতন করে মহেশপুরের ইছামতি নদীতে তাকে ফেলে দেয়। সোমবার সকালে সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন জানান, নিহতের চাচা ইউনুৃস আলীর কাছ থেকে তিনি শুনেছেন ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হন জাহাঙ্গীর। পরে তার মৃত্যু হয়। পুলিশ নিহত জাহাঙ্গীরের শরীরে নির্যাতনের চিহ্ন পেয়েছে। জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার তোফাজ্জেল হোসেন জানান, জাহাঙ্গীর আসলে কি ভাবে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার ৮/১০ কিলোমিটারের ভেতরে কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

মহেশপুরে বিএসএফের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ
1572 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা