মুক্তিযুদ্ধ জাদুঘর খুলনা বিভাগীয় আঞ্চলিক সম্মিলনী অনুষ্ঠিত

নওয়াপাড়া অফিস :
মুক্তিযুদ্ধ জাদুঘর খুলনা বিভাগীয় আঞ্চলিক সম্মিলনী গতকাল শুক্রবার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়।যশোর,খুরনা, কুষ্টিয়া,সাতক্ষিরা,বাগেরহাট,চুয়াডাঙ্গা থেকে দেড় শতাধিক নেটওয়ার্ক শিক্ষক,শিক্ষার্থী এতে অংশ নেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক কামরুজ্জামান টুকু,বিশিষ্ট শিক্ষাবিদ অসিত বরণ ঘোষ,মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী,ট্রাস্টি ডাঃ সারওয়ার আলী,রনজিত কুমার,শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে যশোরের সুনীল দাস,মনিরুজ্জামান,কুষ্টিয়ার শরিফুল ইসলাম, রবিউল ইসলাম,চুয়াডাঙ্গার সুকেশ বিশ্বাস,নজরুল ইসলাম,খুলনার রণেশ চন্দ্র মন্ডল,মিন্টু সাহা,বাগেরহাটের দিলীপ দাস,হোসনে আরা,সাতক্ষীরার সম্পা গোস্বামী,গাজী মোমিন উদ্দিন,ডুমুরিয়ার নওশের আলী মোড়ল।সম্মিলনী শেষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী খুলনা শাখা,রেভা পল্স হাইস্কুল,ইউসেপ ওয়াজেদ আলী মেমোরিয়াল স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।বক্তারা বলেন,নতুন প্রজন্ম শিক্ষকদের সহায়তায় মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস সংগ্রহ করে মুক্তিযুদ্ধ যাদুঘরে পাঠাচ্ছে। জাদুঘর তা’প্রকাশ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করছে।

Print
1656 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close