মোদিকে তিস্তার কথা বললেন রওশন

ঢাকা: সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি কথা বলেছেন সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। এছাড়া সীমান্তচুক্তি বাস্তবায়ন করায় ভারতকে অভিনন্দন জানান সংসদের বিরোধী দলীয় নেত্রী।

রবিবার বিকালে বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানান রওশন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওয়ালাদার, কাজী ফিরোজ রশিদ।

এর আগে সাড়ে ৩টার রাজধানীর কারওয়ানবাজারে হোটেল সোনারগাঁওয়ে যান রওশন। এই হোটেলেই অবস্থান করছেন মোদি।

Print
1533 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close