জাতীয় সংসদের সাবেক স্পিকার বর্ষীয়ান রাজনীতিবিদ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী (৮৮) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর ২টা ৪৫ মিনিটে খুলনা মহানগরীর ফারাজীপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ বেগম মাজেদা আলী, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বেলা ১১টায় খুলনা সার্কিট হাউস ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি পাইকগাছা উপজেলার হিতামপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এদিকে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে আজ সোমবার আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী আর নেই
2907 মোট পাঠক সংখ্যা 4 আজকের পাঠক সংখ্যা