নারিকেলবাড়ীয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু জাফর লাল্টুর ইন্তেকাল

আতিকুর রহমান টুটুল ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু জাফর লাল্টু রোববার সকালে ঢাকা সোহরাওয়ার্দি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না …….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি বেশ কিছুদিন ধরে মস্তিস্কে রক্তক্ষরন জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা স্ত্রী, ভাই- বোন, আত্মীয়-স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাকে প্রথমে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড ঈদগাঁ ময়দানে নামাজে জানাযা ও পরে তার নিজ বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাঁশগ্রামে নামাজে জানাযা শেষে রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে তিনি দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। আবু জাফরের মৃত্যুতে আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব সহ বিভিন্ন স্তরের মানুষ তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Print
1483 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close