ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের দুসহোদরের বাড়িতে অভিনব কায়দায় ডাকাতি হয়েছে। ডাকাতরা পানি খাওয়ার নাম করে বৃহস্পতিবার দিবাগত রাতে সাখাওয়াত ও নুরুল ইসলাম নামের দুই ভাইয়ের বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালংকর, মোবাইল ফোনসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। কালীগঞ্জ উপজেলার কোলা পুলিশ ক্যাম্পের এস আই জাহিদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার সময় এক দল ডাকাত কোলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের সাখাওয়াতের বাড়িতে পানি খাওয়ার নাম করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তোলে । এসময় গৃহকর্তা ঘরের দরজা খুলে দিলে ডাকাতরা ঘরের মধ্যে প্রবেশ করে অন্ত্রের ভয় ও মারপিট করে নগদ টাকা, স্বর্নলংকার, মোবাইল ফোনসহ ১ লাখ টাকার মালামাল নিয়ে যায় । রাত ৩ টার দিকে ডাকাতরা সাখাওয়াত হোসেনের মেয়েকে ধরে নিয়ে পাশের বাড়ি সাখাওয়াতের ছোট ভাই নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে ও ঘুম থেকে ডেকে তোলে । ডাকাতরা নুরুলের বাড়ির সবাইকে চোখ ও হাত, পা বেধে বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালংকর, মোবাইলসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা যাবার সময় এই ভাবে শাসিয়ে যায় যে,এব্যাপারে মামলা ও বাড়াবাড়ি করলে সবাইকে হত্যা করা হবে । যে কারনে দু,পরিবার জীবনের ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না ।

ঝিনাইদহে দুই সহোদরের বাড়িতে ডাকাতি , জীবনের ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না
2442 মোট পাঠক সংখ্যা 14 আজকের পাঠক সংখ্যা