আতিকুর রহমান টুটুল ,ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার কাশীপুর গ্রামে ২৩ দিন বয়সী নাতিকে ধান চাঁপা দিয়ে হত্যা করেছে মানসিক প্রতিবন্ধি এক নানী। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধি নানী রোজিনা (৫০) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দ্বিবাগত শুক্রুবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কাশিপুর গ্রামে মমিন হোসেনের মেয়ে রেখা খাতুন ২৩ দিন আগে একটি ছেলে সন্তান জন্ম দেয়। আদর করে নাম রাখা হয় রেদওয়ান। শিশু রেদওয়ানের বাবার নাম রঞ্জু হোসেন। তার বাড়ী সদর উপজেলার উদয়পুর গ্রামে। শিশু রেদওয়ান জন্ম গ্রহণ করার পর তার নানী বাড়ীতে যায়। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার গভীর রাতে কান্না-কাটি করার সময় তার নানী রোজিনা তাকে মেরে ফেলে পাশের ঘরে ধান চাপা দিয়ে রাখে। ঝিনাইদহ সদর থানার ওসি বিল্পব কুমার নাথ জানান, নানী মানসিক রোগী বলে এলাকাবাসী জানিয়েছে। এদিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নানী রোজিনা খাতুনকেও আটক করা হয়েছে।

ঝিনাইদহে ২৩ দিন বয়সী নাতিকে ধান চাঁপা দিয়ে হত্যা ,নানী আটক
858 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা