ঝিনাইদহে ৩ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ

আতিকুর রহমান টুটুল ,ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের পৌর এলাকার চর মুরারীদহ গ্রামে ১১ বছর বয়সী স্কুল ছাত্রীকে চাচাতো ভাইয়ের সহযোগীতায় ধর্ষণ করেছে তার বন্ধুরা। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ওই স্কুল ছাত্রী তার চাচা মতিয়ারের ঘরে বসে টিভি দেখছিল। সেসময় তার চাচাতো ভাই দিদার (১৪), দিদারের বন্ধু নজরুল ইসলামের ছেলে পল্টু (১৫) ও শহিদুল মন্ডলের ছেলে শান্ত (১৫) ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সেসময় দিদার ও পল্টু ওই স্কুল ছাত্রীর হাত-মুখ চেপে ধরে এবং শান্ত তাকে ধর্ষণ করে। স্কুল ছাত্রীর আত্মচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে র্ধষক ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে বিকালে ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ডাক্তারি পরীক্ষা করার জন্য ওই স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

Print
4419 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close