নিয়োগ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ এবং বিদেশের পঠিত অনলাইন বাংলা নিউজ পোর্টাল দৈনিক যশোর এক্সপ্রেস.কম এর জন্য জরুরী ভিত্তিতে রিপোর্টার নিয়োগ চলছে।
পদবী
১ / বিভাগীয শহরে ১জন করে ব্যুরো প্রধান ।
২ / প্রত্যেক জেলা শহরে ১জন করে প্রতিনিধি ।
৩ / প্রত্যেক উপজেলায় ১জন করে প্রতিনিধি ।
৪ / প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ১জন করে প্রতিনিধি ।
প্রার্থীর যোগ্যতা
১ / নন্যুতম- এইচ এস সি বা সমমানের পাশ।
২ / নিজস্ব কম্পিউটার, ক্যামেরা থাকতে হবে।
৩ / ইন্টারনেট ব্যাবহার দক্ষ হতে হবে
৪ / প্রার্থীকে সাহসী, উদ্যমী এবং পরিশ্রমী হইতে হইবে।
নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ-সবিধাঃ-
যেহুতু দৈনিক যশোর এক্সপ্রেস.কম সম্পূর্ণ নতুন নিউজ পোর্টাল সেই ক্ষেত্রে নিম্নের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে।
১/ দৈনিক যশোর এক্সপ্রেস কৃর্তপক্ষ তাদের প্রতিনিধিদের চুড়ান্তভাবে যোগদান করার পূর্বে ০৩ (তিন) মাস তাদের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করবে।
২/ আপনাদের কার্যক্রম অনুযায়ি দৈনিক যশোর এক্সপ্রেস এর প্রতিনিধিদের পদ প্রদান করা হবে।
৩/ ০৪(চার) মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের দৈনিক যশোর এক্সপ্রেস এর পিভিসি কার্ড প্রদান করা হবে।
৪/ এই পিভিসি কার্ডটি তার আইডি কার্ড হিসেবে দেওয়া হবে।
৫/ অন্যান্য সুযোগ-সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকাওে জানানো হবে।
সংবাদ প্রেরনের ক্ষেত্রে গুরুত্বপূণ বিষয়ঃ-
১/ কোন কপি রাইট সংবাদ প্রেরন করা যাবে না।
২/ প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
৩/ নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
৪/ সম্পূর্ণ বাংলায় . banglaconverter.com ফন্টে কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আমাদের-কে সংবাদ প্রেরণ করতে হবে।
৫/ প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
৬/ এই তিন ধাপেই সংবাদ প্রেরণ করতে পারবেন।
সংবাদ পাঠানোর সময়ঃ-
সকাল-০৮.০০-দুপুর-১২.০০ টা।
দুপুর-১২.০০ বিকাল ০৪.০০ টা।
বিকাল ০৪.০০ রাত ১০.০০টা।
সংবাদ/বার্তা পাঠানোর ই-মেইলঃ: info@jessoreexpress.com
আগ্রহি প্রর্থী গন ইমেইলের মাধ্যমে সদ্যতোলা রঙ্গিন ছবি ও বায়োডাটা সহ ইমেইল করুন
সম্পাদকঃ
প্রকাশকঃ আশিক মোহাম্মদ ভানী
ভানী গ্রুপ বাংলাদেশ কর্তৃক সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এবং ইউরোপ,লন্ডন ,আমেরিকা ও বাংলাদেশ থেকে প্রকাশিত ।
ইমেল : info@jessoreexpress.com
যোগাযোগ আমরা আপনার সাথে যোগাযোগ করব।
প্রতিনিধিদের আইডি কার্ড, ভিজিটিং কার্ড ও নিয়োগ পত্র প্রদানকরা হবে।
যশোর এক্সপ্রেস