“চোখের কোণে রবো” চোখটা বেজায় হলুদ তাতেই আমি বুঁদ মাঝে-সাজেই এমন এইতো সেদিন যেমন।
একটু ওদিক ঝুঁকে সরম-টরম চুকে সাহস নিয়ে বুকে যেমনি তাকিয়ে দেখি চোখতো নয়,চোখের কোণে জেগে ওঠা দিঘি।
ভীষণ ইচ্ছে হলো তোমার চোখ কে বোলো এমন ঢঙে কেনো ফের না তাকায় যেনো।
যদি প্রথা ভাঙ্গে ঝাঁপিয়ে পড়ে গাঁঙে চিরস্থায়ী হবো চোখের কোণে রবো।
(আশফাক অাল মানসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদুল্লাহ হল, ঢাকা।
1450 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা